টাইগারদের সেমিফাইনাল খেলা বনাম কিছু সমিকরন।

Himu
The Buzz @ Machaao
Published in
2 min readJun 6, 2017

--

এ যেন প্রেমের টান! সেমিফাইনালের সাথে টাইগারদের বিচ্ছেদ যেন হবার নয়! প্রকৃতি পর্যন্ত দুহাত ভরে সাহায্য করছে, চাইছে “সেমিতে খেলুক টাইগার বাহিনি।”

A moment of tigers’ celebration after hunting a wicket!

এ যেন প্রেমের টান! সেমিফাইনালের সাথে টাইগারদের বিচ্ছেদ যেন হবার নয়! প্রকৃতি পর্যন্ত দুহাত ভরে সাহায্য করছে, চাইছে “সেমিতে খেলুক টাইগার বাহিনি।”

হ্যা, সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি টাইগারদের। কয়েকটা সমিকরনের বৃত্তে দিব্যি বেঁচে আছে সেমিতে টাইগারদের উপস্থিতির সম্ভাবনা।

প্রথমেই দেখে নেয়া যাক পয়েন্ট টেবিল।

অস্ট্রেলিয়া পয়েন্ট ২, ম্যাচ ২

বাংলাদেশ পয়েন্ট ১, ম্যাচ ২

নিউজিল্যান্ড পয়েন্ট ১, ম্যাচ ১

ইংল্যান্ড পয়েন্ট ২, ম্যাচ ১

Point Table

বাংলাদেশের হাতে আছে একটা ম্যাচ। পয়েন্ট পাবার সম্ভাবনা সর্বোচ্চ ২। তাতে হবে সর্বোমোট ৩। সুতরাং সমিকরনের পুর্ব শর্ত ৯ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।

৫ তারিখে ইংল্যান্ড জিতবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাহলে টাইগারদের কাছে ৯ তারিখে হারলেই টুর্নামেন্টে পথচলা শেষ হবে নিউজিল্যান্ড এর।

১০ তারিখে ইংল্যান্ড হারাবে অস্ট্রেলিয়াকে।

অন্যদিকে নিউজিল্যান্ড যদি স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জিতে যায়, আর টাইগারদের বিপক্ষে হারে, তখন কেন কিউয়িদের পয়েন্ট হবে ৩! আর ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে, তখন অজিদের পয়েন্ট হবে ৪! তাতে সেমিতে যাবে অস্ট্রেলিয়া, ছিটকে যাবে ইংল্যান্ডই।

আর বাংলাদেশ-নিউজিল্যান্ডের পয়েন্ট তখন হবে ৩ করে! তখন আসবে রানরেটের হিসাব। সম্ভাবনা থাকবে লাল সবুজের ঝাণ্ডাধারী টাইগার বাহিনির।

এক কথায়, ইংল্যাণ্ড যদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায়, আর বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায়; তখন সেমিতে যাবে উদ্বোধনী ম্যাচ খেলা দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ইংল্যাণ্ড।

সমিকরনগুলো পড়ে থাক সমিকরনের খাতায়, টাইগাদের গর্জনে প্রকম্পিত হোক ক্রিকেটের পৈতৃকভূমি ইংল্যাণ্ডের ওভাল, বার্মিংহাম, কার্ডিফ, লর্ডস কিংবা এজবাস্টান। বিশ্ববাসি দেখুক চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে সেমিতে খেলছে টাইগার বাহিনি!

--

--

Worked for Bangladesh Cricket Board and the number one global agency ‘Ogilvy & Mather’. Cricket is my passion. I love photography as well.